জানাই হলো জ্ঞান এবং জ্ঞানী হতে কে না চায়?
পটভূমিকার মধ্যে নাচ, গান... ধাক ধাক চোলি-
এর মধ্যেই আমরা
মার্কস ও মাধুরীর কথা
আয়েশ করে
টি-টেবিলে বলি;
মাধুরী আপু, আরও নাচো ॥
মার্কসবাপু, নিজেই বাঁচো ॥
এই লগ্নে, এই নেত্রীমুখর পরিবেশে
খুব জানতে ইচ্ছে করে-
শাবনূর, পপি, পূর্ণিমাদের দেশের কবি, সাহিত্যিক, ছিচকে বুদ্ধিজীবী
তোমরা কেমন আছো?
পটভূমিকার মধ্যে নাচ, গান... ধাক ধাক চোলি-
এর মধ্যেই আমরা
মার্কস ও মাধুরীর কথা
আয়েশ করে
টি-টেবিলে বলি;
মাধুরী আপু, আরও নাচো ॥
মার্কসবাপু, নিজেই বাঁচো ॥
এই লগ্নে, এই নেত্রীমুখর পরিবেশে
খুব জানতে ইচ্ছে করে-
শাবনূর, পপি, পূর্ণিমাদের দেশের কবি, সাহিত্যিক, ছিচকে বুদ্ধিজীবী
তোমরা কেমন আছো?
No comments:
Post a Comment