Tuesday, August 18, 2009

নি-শাশ্বত স্বরব্যঞ্জন

সরকারি সঙ্গীত
আজ উৎসবের দিন! আজ এক ঢলে উঠবার দিন।
আজ আমরা ছায়াকে ছাড়িয়ে দুহাত বাড়িয়ে
গাইব-
ভুলব না শহীদের ঋণ
আজ সম্ভাবনার দিন... তা ধিন তা ধিন তা ধিন

আজ আমরা আকাশের নীল নীল সম্ভাবনাকে কাজে লাগাতে চাই
দুষ্কৃতিকারী বাতাসের চলাফেরা নিয়েও সতর্ক থাকতে চাই

এই যে নদী, নদীর পরে মাঠ, মাঠে মাঠে মরা-কৃষকের
খরা-হাসি নিয়ে কৃষি ব্যাংকের ক্যালেন্ডার ছাপাতে চাই

আজ যে এত বৃষ্টি হচ্ছে, এটা আমাদেরই অবদান
প্রতিশ্রুতি ছিল, গ্রামে গ্রামে তাই পৌঁছেও গেছে
আমাদের লেখা গান-
আমরা তো খুব অসাম্প্রদায়িক, কিন্তু আমরা
হিন্দু-মুসলমান
আমাদের কত গান!

বিরোধীদলীয় গান
আমরা মানছি না, মানছি না আজ আকাশ-মাটির রেখার ওটা
দিগন্ত বলে কিছু
আমরা জানতে চাই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে দুঃস্বপ্নের বাজেট কিভাবে হাওয়া?

হাওয়াকেও আর পাওয়া যাচ্ছে না, ধরা যাচ্ছে না, এই
প্রকাশ্য ব্যর্থতার পর, আমরা রহস্যমন্ত্রীর পদত্যাগ
দাবি করছি
ইতিমধ্যেই আমরা নেকড়ে-শেয়াল ও ছাগলের সঙ্গে
জোট বেঁধেছি
যদি ফেয়ার এন্ড নন্দনতাত্ত্বিক নির্বাচন হয়
আমরা এবার ভোট চাইব বনে বনে ঝিঁঝিঁপোকা ও
জোনাকিদের কাছে
আমাদের তুমুল তৃণসমর্থন আছে...

No comments:

Post a Comment