Thursday, August 27, 2009

স্মৃতিবৎ

মনে থাকে, মনে থেকে যায়
সুষমাদের বাড়ির পেছনে বকুলগাছ ছিল
কিন্তু সুষমা গোলাপ পছন্দ করত

আমি পছন্দ করি বকুলতলা

বহুদিন পর, সুষমার মুখ আজ আবছা-ঝাপসা মনে হয়।
কেবল কয়েকটি গুটিবসন্তের দাগ ছাড়া
        আর কিছুই কি মনে পড়বে না?

No comments:

Post a Comment