মনে থাকে, মনে থেকে যায়
সুষমাদের বাড়ির পেছনে বকুলগাছ ছিল
কিন্তু সুষমা গোলাপ পছন্দ করত
আমি পছন্দ করি বকুলতলা
বহুদিন পর, সুষমার মুখ আজ আবছা-ঝাপসা মনে হয়।
কেবল কয়েকটি গুটিবসন্তের দাগ ছাড়া
আর কিছুই কি মনে পড়বে না?
সুষমাদের বাড়ির পেছনে বকুলগাছ ছিল
কিন্তু সুষমা গোলাপ পছন্দ করত
আমি পছন্দ করি বকুলতলা
বহুদিন পর, সুষমার মুখ আজ আবছা-ঝাপসা মনে হয়।
কেবল কয়েকটি গুটিবসন্তের দাগ ছাড়া
আর কিছুই কি মনে পড়বে না?
No comments:
Post a Comment