কবিতা বৃষ্টিপ্রিয় দিনে
কি চাও প্রেমিক / গেরিলা?
আমি তো পাহাড় সমান উঁচূ
আমার বুকের মধ্যে টিলা...
হঠাৎ-ই হঠাৎ জানাশোনা
আগে কী দেখাও হয়েছিল?
ঘূর্ণি ঘুরতে ঘুরতে ঢেউ
বাতাসের সুনাম বয়েছিল!
তা শুধু আমার মধ্যে চোরা
তা শুধু বহনযোগ্য টান
তা নিয়ে কবিতা গাঁথতে গিয়ে
ভাবিনি কবিতার বোন গান
ভাবিনি আবার দেখা হবে
এতসব ছাঁটলাগা শিরশির
মেঘময় ঘটনাপঞ্জি বলে
‘অনড় তুই কেন অস্থির?’
সত্যি ঘুমের মধ্যে শিশু
শিশুটির হাতপা বড়, তবু
তাকে আজ মাতৃক্রোড়ে তোল
অথবা অন্য প্রতিচ্ছবি
দেখেছ ধূপলাবণ্য ধাঁধা
সূচনায় শিলাখণ্ড ভেবে
ভাবনা আপন সুরে বাঁধা
সে বাঁধা উৎরে যেতে পারি
কোনওরূপ সামান্য সংকেতে
যতজল বর্ষণে বর্ষণে
চিরকাল অর্থকরী, ক্ষেতে
ক্ষেত তো ধানের, অভিজ্ঞঘানের
এদেশে কবিতামাখা দিনে
কত কী হারিয়ে যাওয়া, ভুলে
হারানো পথ নিতে চাই চিনে
এবেলা জানার উচ্ছে খুব
রহস্যে ছন্দোবদ্ধ টিলা
কবিতা বৃষ্টিমাখা দিনে
আমি সেই প্রেমিক/গেরিলা?
আমাদের কী নাম?
15 years ago
No comments:
Post a Comment