Thursday, August 27, 2009

দুপুরে, বনের মধ্যে

শুধু আবছায় প্রকাশিত
শুধু ধারণা গভীরতর!
দুপুরে, বনের মধ্যে আজও
পাতা, এই যে এভাবে ঝরো
এর কোনও মানে আছে?

শুধু উড়ে যাওয়া প্রতিদিন
শুধু কলসিতে ভরা ছল,
আমিও জানিয়ে রাখি, প্রেমে
রেখেছিলাম ভূমিকা প্রবল
তাতেই তুমুল কাঁপানো প্রত্যাখ্যান?

শুধু প্রত্যাখ্যান থাকে বলে
এদেশে এখনও প্রেমিক মেলে;
শুধু আবছায় দেখে, লিখে
অহেতু, অঝোর কবিতা পেলে-
তার কোনও মানে আছে?

আর কোনও মানে আছে-
পাতার এই যে এভাবে ঝরা?
দুপুরে, বনের মধ্যে আজও
মৃগয়ার অর্থ ক্লিয়ার করার
আর কোনও মানে আছে?

No comments:

Post a Comment