দেখতাম, পাড়ায় পাড়ায় মেঘওড়াদিন এসে গেছে!
বাঁশের সাঁকোটি ভাঙা! খালের ওপারে বাড়ি
দুর্গাদের? রাত নেমে আসে...
আমার আবাল্য চোখ, প্রশ্ন ভালোবাসে।
দেখলাম, বাতাসে বাতাসে অপমান ফুটে আছে!
পরম সন্ধ্যায় দুর্গা কাঁদছে, কিন্তু দুর্গার চোখে
জল নেই, শুধু ভয়!
কী শংকিত কী লজ্জিত তখন, দুর্গাদের পরিচয়!
হঠাৎ, হঠাৎই দেখব যে, দুর্গারাও চলে যাচ্ছে শশীদের মতো- সীমান্তে
একফোঁটা অশ্রু ফেলে রেখে। অশ্রু, ভাঙাসাঁকো না-অগ্নিকণা?
দুর্গাদের ভিটেখানি জ্বলে-
আমি সেই অশ্রু থেকে জেনে নেব, দেশ কাকে বলে?
বাঁশের সাঁকোটি ভাঙা! খালের ওপারে বাড়ি
দুর্গাদের? রাত নেমে আসে...
আমার আবাল্য চোখ, প্রশ্ন ভালোবাসে।
দেখলাম, বাতাসে বাতাসে অপমান ফুটে আছে!
পরম সন্ধ্যায় দুর্গা কাঁদছে, কিন্তু দুর্গার চোখে
জল নেই, শুধু ভয়!
কী শংকিত কী লজ্জিত তখন, দুর্গাদের পরিচয়!
হঠাৎ, হঠাৎই দেখব যে, দুর্গারাও চলে যাচ্ছে শশীদের মতো- সীমান্তে
একফোঁটা অশ্রু ফেলে রেখে। অশ্রু, ভাঙাসাঁকো না-অগ্নিকণা?
দুর্গাদের ভিটেখানি জ্বলে-
আমি সেই অশ্রু থেকে জেনে নেব, দেশ কাকে বলে?
No comments:
Post a Comment