পুলিশ, তুমি ছাত্রীহলের দিকে বন্দুক-তাকিয়ো না
ওরা ভয় পাবে।
যা বলার ছাত্রদেরই বলো। প্রয়োজনে চালাও গুলি
যদি চাও নিয়ে যাও সবচেয়ে মেধাবির খুলি!
কিন্তু, ছাত্রীহলের দিকে অ্যাম্বুশ কোরো না! প্লিজ
ওরা ভয় পাবে-
ভয় পেলে, যে কোনও ছাত্রকেই পরে পুলিশ মনে করবে;
ফলে, কি দাঁড়াবে?
আমাদের কী নাম?
15 years ago
No comments:
Post a Comment