আহমাদ মোস্তফা কামাল বন্ধুবরেষু
দিগন্তে বাঁধের দিকে, আজ সূর্যাস্তের মায়ালিপি
দেখে ফেললাম; আখড়ামন্দিরের পাশে বাসা ভাড়া নিয়ে
এই হচ্ছে প্রথম লাভ। যদিও শাহবাগ থেকে রিক্সাকে বলি:
‘ছাতিমসজিদ যাবে? রায়ের বাজার।’ এইবার পাঠক
স্মরণীয় বধ্যভূমি পাড়ি দিয়ে নিয়ে যাই আমার সনেটে-
কিন্তু বাক্যের তোপে, তোমাকে নিয়ে যাচ্ছি সনেট ছাড়িয়ে
অন্য এক প্রণয়নে, যেখানে বাঁধের সঙ্গে সূর্যাস্ত আলাপ সারছে,
আলাপের মধ্যে উঠে আসছে দিনান্তের লাল দীর্ঘশ্বাস;
পশ্চিমের আকাশ তা ফালি ফালি করে জমিয়ে রাখছে
আর এক স্বপ্নমুখো যাপন, প্রকল্পের জীবিকাশেষে
ইতিহাসের সঙ্গে ভবিষ্যতের কলাবরেশন ঘটিয়ে
জানিয়ে দিচ্ছে- এই হল জীবন, এই হল মুহূর্ত, মুহূর্তই বর্তমান
অথচ বর্তমান চিরকালই একা, দূরারোগ্য, বাধ্যতামূলক
বহনযোগ্য আকাশ; যেহেতু যেখানেই যাই মাথার ওপরে
এক আশ্চর্য নীল ছড়িয়ে থাকে- সেই নীলটুকুই কবিতা!
আমাদের ডাইরির যে কয়পৃষ্ঠা নীল, নীলাভা সেই মিলটুকুই কবিতা!
যেসব পাখিকে দেখলে, কোনওএক ঝিলের কথা মনে পড়ে-
বড় বড় সমুদ্রের পাশে, সেই ঝিলটুকুই কবিতা!
দিগন্তে বাঁধের দিকে, আজ সূর্যাস্তের মায়ালিপি
দেখে ফেললাম; আখড়ামন্দিরের পাশে বাসা ভাড়া নিয়ে
এই হচ্ছে প্রথম লাভ। যদিও শাহবাগ থেকে রিক্সাকে বলি:
‘ছাতিমসজিদ যাবে? রায়ের বাজার।’ এইবার পাঠক
স্মরণীয় বধ্যভূমি পাড়ি দিয়ে নিয়ে যাই আমার সনেটে-
কিন্তু বাক্যের তোপে, তোমাকে নিয়ে যাচ্ছি সনেট ছাড়িয়ে
অন্য এক প্রণয়নে, যেখানে বাঁধের সঙ্গে সূর্যাস্ত আলাপ সারছে,
আলাপের মধ্যে উঠে আসছে দিনান্তের লাল দীর্ঘশ্বাস;
পশ্চিমের আকাশ তা ফালি ফালি করে জমিয়ে রাখছে
আর এক স্বপ্নমুখো যাপন, প্রকল্পের জীবিকাশেষে
ইতিহাসের সঙ্গে ভবিষ্যতের কলাবরেশন ঘটিয়ে
জানিয়ে দিচ্ছে- এই হল জীবন, এই হল মুহূর্ত, মুহূর্তই বর্তমান
অথচ বর্তমান চিরকালই একা, দূরারোগ্য, বাধ্যতামূলক
বহনযোগ্য আকাশ; যেহেতু যেখানেই যাই মাথার ওপরে
এক আশ্চর্য নীল ছড়িয়ে থাকে- সেই নীলটুকুই কবিতা!
আমাদের ডাইরির যে কয়পৃষ্ঠা নীল, নীলাভা সেই মিলটুকুই কবিতা!
যেসব পাখিকে দেখলে, কোনওএক ঝিলের কথা মনে পড়ে-
বড় বড় সমুদ্রের পাশে, সেই ঝিলটুকুই কবিতা!
No comments:
Post a Comment