Saturday, August 22, 2009

হাসিসমীক্ষণ

দাঁত ওঠেনি-যে-শিশুর হাসি আমি গতকাল দেখেছি
আজ দাঁত-পড়ে যাওয়া বৃদ্ধের হাসি দেখলাম
এবং আমি হাসিসমীক্ষক হয়ে উঠলাম

যারা বৃদ্ধও নয় শিশুও নয় কিন্তু খুবই হাসতে জানে
তাদের হাসির মধ্যে লক্ষ্য করে দেখি-
একএকটি হাসিতে তারা একেকরকম
        ব্যঞ্জনা ছড়িয়ে রাখছে;
কোনও কোনও হাসিকে, হাসি হিসেবে
বুঝে উঠতেই আমার সময় লেগে যাচ্ছে

কোনও কোনও হাসি এত ক্লান্ত, অপমানিত যে
            তাকে আর হাসিই বলা যাচ্ছে না

No comments:

Post a Comment