ক.
বিকশিত হলে বটে, আপত্তিমর্মর বস্ত্র
পোশাকে উন্নিত হয়ে যথারীতি ভুলে গেছ
একদিন তুলা থেকে জন্ম হয়েছিল...
তো উড়িবার বাসনা ছিল, ক্ষমতাও ছিল,
দিনে দিনে তবু তুমি
দেহে ফিরে এলে!
দেহে বুঝি রাজনীতি পেলে?
তুলাবস্ত্র, এই বিকাশন এই উন্নয়ন নিয়ে কি
কবিতা সম্ভব?
খ.
বিস্মরণ ফুটে ওঠে বালিতে
বিস্মরণ ফোটে জলে!
কাঁকড়ারা কবিতার দিকে চলে
কাঁকড়ারা শিল্পী। বালিতেই ছবি এঁকে যায়
ছবি বলতে, বালি-গুঁড়িগুঁড়ি আল্পনা;
ভাবনার দোষে, তমসে তমসে
এই নিয়ে এত আলোচনা
আমাকে মানায় কী?
আজ ভুলে গেছি
সমুদ্রথীরের শাদাঘোড়াকে দেখে
তুমি কি ভেবেছিলে? আমি কি
ভেবেছিলাম?
তখন, কী পরিমাণ রাত ছিল ঠোঁটে?
কী পরিমাণ চাঁদ ছিল চোখে?
বালিতে বালিতে, জলে
বিস্মরণ ফুটে থাকে
বিকশিত হলে বটে, আপত্তিমর্মর বস্ত্র
পোশাকে উন্নিত হয়ে যথারীতি ভুলে গেছ
একদিন তুলা থেকে জন্ম হয়েছিল...
তো উড়িবার বাসনা ছিল, ক্ষমতাও ছিল,
দিনে দিনে তবু তুমি
দেহে ফিরে এলে!
দেহে বুঝি রাজনীতি পেলে?
তুলাবস্ত্র, এই বিকাশন এই উন্নয়ন নিয়ে কি
কবিতা সম্ভব?
খ.
বিস্মরণ ফুটে ওঠে বালিতে
বিস্মরণ ফোটে জলে!
কাঁকড়ারা কবিতার দিকে চলে
কাঁকড়ারা শিল্পী। বালিতেই ছবি এঁকে যায়
ছবি বলতে, বালি-গুঁড়িগুঁড়ি আল্পনা;
ভাবনার দোষে, তমসে তমসে
এই নিয়ে এত আলোচনা
আমাকে মানায় কী?
আজ ভুলে গেছি
সমুদ্রথীরের শাদাঘোড়াকে দেখে
তুমি কি ভেবেছিলে? আমি কি
ভেবেছিলাম?
তখন, কী পরিমাণ রাত ছিল ঠোঁটে?
কী পরিমাণ চাঁদ ছিল চোখে?
বালিতে বালিতে, জলে
বিস্মরণ ফুটে থাকে
No comments:
Post a Comment