Tuesday, August 18, 2009

কথোপকথন

কবিতা এত ছন্দবহুল লেখেন... এর কী তাৎপর্য?
ছন্দে জাদু থাকে, জাদুই একপ্রকার গূঢ় ঐশ্বর্য।

ছন্দ আপনি শিখেছেন কার কাছে, মানে কে আপনার গুরু?
ধানের ক্ষেতের ঢেউ, অশ্বক্ষুরধ্বনি বা মনে নেই, কখন কিভাবে শুরু...

স্বরবৃত্ত কাকে বলে? অক্ষরবৃত্তের স্বরূপ কি? মাত্রাবৃত্ত ভালো লাগে?
দেখুন, ঐ বৃত্ত আমি ভাঙতে গিয়েই, পরে ঘুমিয়ে জেগেছি আগে।

আগামীতে কোন ছন্দে লিখতে চান? যা চান আপনি, ছন্দমন্ত্রী তাই-ই দেবেন-
চাই তো বটেই। স্বাচ্ছন্দ্যে লিখতে চাই। স্বাচ্ছন্দ্যে লিখতে চাওয়াই
মন্ত্রী আমার মুণ্ডু নেবেন?

No comments:

Post a Comment