Sunday, August 23, 2009

সাক্ষাৎকারের অংশবিশেষ

শুভসকাল
অনেকে অনেক কিছু হতে চায়
ভেবেছি, আমি হবো কাশারশালার কয়লা

আমি হাপরের হাওয়া পেয়ে, খেয়ে
ভালোটালো বাসবো বিভস্মজীবিকা...

প্লিজ, এর বেশি কিছু বলতে পারব না
    বাঙলা কবিতার পাঠকপাঠিকা!

শুভদুপুর
অনেকে অনেক কিছু দিতে চায়
দেখেছি, আমি দিতে পারি বাক্য, বিশেষণা

আমি বলতে পারি, এই নদীর মধ্যে
কতটুকু পাহাড়ি ঢল, কতটুকু
        বৃষ্টির জলকণা?

শুভসন্ধা
অনেকে অনেক কিছু পেতে চায়
দেখি কী, পশ্চিম আকাশে লাল লাল
দীর্ঘশ্বাসের ফালি
আমার জন্য গিফট পাঠাচ্ছে
        বিমুগ্ধ ভোজালি?

শুভরাত্রি
অনেকে অনেক কিছু নিতে চায়
কিন্তু আমি শিহরণ ও স্মরণযোগ্য
বরফমাখানো রাতে-
ঘুমিয়ে পড়ার আগে, চাই আমারই মতন
        খসে পড়া নক্ষত্র কুড়াতে।

No comments:

Post a Comment