Thursday, August 27, 2009

দাতাসংস্থার লাবণ্যে আমাদের কবিজীবন

শব্দ নিয়ে কাজ করছি। এ কাজ করতে গিয়ে
সেভাবে ধরতে পারিনি যে, ইতিমধ্যেই আমরা কত
        নৈঃশব্দের কাছাকাছি এসে পৌঁছেছি

একসময় থেমে যায় সকলপ্রকার গুঞ্জরণ
তাই বলে কি সবখানেই থামে?
সিঁড়িতে ওঠবার পথে, দেখা যাচ্ছে
        কেউ কেউ নামে

অথচ নামতে না-পারা, উঠতে না-পারা
কিন্তু ওঠার কল্পভারা
        এই যে মধ্যবিত্ত, এই যে ফুচকিমারা
                কসমোপলিটন:
এর মধ্যেই সঙ্গম হচ্ছে, শিশু জন্মাচ্ছে, ধন্য হচ্ছে
দাতাসংস্থার লাবণ্যে আমাদের কবিজীবন

No comments:

Post a Comment