Wednesday, August 19, 2009

কাকের পক্ষে

শহীদুল ইসলাম রিপন, আমার অনেক কবিতার শানে-নজুল-সাক্ষী
মন্ত্রীপাড়ার পাশে কাক
রাস্তায় মরে পড়ে আছে,
কাক বিদ্রোহ করেছিল!

আমার স্পষ্ট মনে পড়ে,
কাকের কোরাস থেকে দাবি উঠেছিল-
পাখিগোত্রে আমরাই পরার্থপর পাখি
কিন্তু কোকিলই মিডিয়াতে প্রশ্রয় পেয়ে থাকে,
পাখিমন্ত্রী আমাদের দেখামাত্র ‘কর্কশ’ বলে ডাকেন।

কিন্তু আমরা তো মাতৃভাষায় গান গেয়েছি;
যেহেতু আমাদের সঙ্গীত বজ্রমুখর
ব্যাকুল নিষাদে;
অনেক বিকেলবেলায় আমরা প্রত্যেকে একা একা
আর্তনাদ করেছি
বিশুষ্ক পার্কের দিকে, কা... কা...

আমার আরও মনে পড়ে, আমিও তো কাক
হতে যাচ্ছিলাম
স্বগোত্রকে ভালোবেসে...! সে সময়ই প্রথম জেনে নিচ্ছিলাম
আর্তনাদের ভাষা;
দুর্ভিক্ষের ছবির পাশেই আমাকে খুব মানিয়ে যাচ্ছিল
আর তখনই আমার মধ্যে দুর্গ বিষয়ে ধারণা লাভ হয়
আমি রাজনীতি বুঝে ফেলি

ফলে, লক্ষ্য রাখবার ছলে, দেখি
মন্ত্রীপাড়ার পাশে
রাস্তায় কাক মরে পড়ে আছে!

এ অঞ্চলের কাক বিদ্রোহ ভালোবেসে?

No comments:

Post a Comment