Friday, August 21, 2009

ডটকম পোয়েট্রি

Justify Fullপিতাপুত্র
পিতার বিরুদ্ধে পুত্র, এই তবে
প্রকৃত লড়াই!
কেননা দুজনই জন্মেছে
একই মুহূর্তে, যেন ভাই ভাই।

আশার আলো
দেখা যাচ্ছে, আমাদের পরেও
সাধক আসবে
তাই সিদ্ধিরও প্রয়োজন থাকবে

বলা যায়, আগামীতেও সেইসব মানুষ জন্মাবে
যারা শুধু তামাক বিক্রির টাকায়
কেউ ওষুধ, কেউ চাল কিনতে দোকানে যাবে

মাপামাপি
মডেলকন্যারা মেপে মেপে
হেঁটে হেঁটে ঘুরে যাচ্ছে
টিভিস্ত্রিনে উড়ে যাচ্ছে-
তাও দেখা যায়

যদিও মাপামাপি করে
মনোহরী দোকানদার ছাড়া
কিছুই হল না আমাদের পরিচিত
উমাচরণ কর্মকারের নাতি

এক্সসেপশনাল
ঘরে ঘরে ঘোড়ার পোস্টার দেখে
আমিও ব্যাচেলর-ঘরে
ঘোড়ার পোস্টার সেঁটেছি

লুক, ঘোড়াটির লিঙ্গ উত্থিত...

ইংরেজিতে একটা কথা আছে
দেখলে, কত কিছুই না দেখা যায়
দেখাও শিল্প;
একলোক, ঝাঁকামাথায়
সূর্যাস্ত নিয়ে ফিরছে। দেখছি...
এই গাঁয়েরই একজন গোমূর্খ, গাইগরুর সঙ্গে
যৌনকর্মকালে ধরা পড়ে গেছে। বিস্মিত
মানুষেরা ছি: ছি: করছে আর শিক্ষিতরা বলছেন:
দিস ইজ রিয়েলিটি, ইংরেজিতে একটা কথা আছে
সেক্স ইজ গুড ফর হেলথ্

শীতকেলে কবিতা
সবজিপ্রধান এক এলাকার রান্না আমি জানি
আমার বউ কুয়াশাবিধৃত অঞ্চলের রহস্যকুড়ানি

ভোরবেলা, সন্ধ্যায়
গাছি যাচ্ছে রসের সন্ধানে, সেই রস বিক্রিপূর্বক
আমি ভাবের দোকানি

পশুপক্ষির ছানা
বিদ্যালয় অনেক দেখেছি, কিন্তু চোখেই
পড়ল না নিদ্রালয়;
রিয়েলি আই এ্যাম টায়ার্ড, ঘুমোতে চাই
যথা, যেখানে জায়গা হয়;

যেখানে বলতে আগেও বলেছি, এখনও বলছি
বিছানা-বালিশ? না-না
সুমনা আপার বুকের মধ্যে, এই যেভাবে
ঘুমোয় পশুপক্ষির ছানা

প্রমাণসাপেক্ষ
লিপস্টিক
নারীরা ব্যবহার করে, ঠোঁটে
পুরুষেরা চেটে খায়, খেলেই
লিপস্টিক হয়ে ওঠে

No comments:

Post a Comment