Tuesday, August 25, 2009

ভোট দিতে পারার ক্ষমতায় বসে লেখা

শহরে সে এক দৃশ্য আছে, গ্রামবাসিরা
            কিছুই জানো না?
ছাদের ওপর পাহারা-পুলিশ
    বায়ু পাহারা করে?
প্রধানমন্ত্রীর গাড়িতে কভু আকাশ থেকে
দুষ্কৃতিকারী নক্ষত্র যেন ঝাঁপিয়ে না পড়ে?

এটাই আমার মনে হয়েছে, মেট্রো-হাওয়ায়
        মনে হওয়াটা ব্যক্তিগত।
উপমন্ত্রী কূপমন্ত্রী প্রতিমন্ত্রী ক্ষতিমন্ত্রী
            মন্ত্রী কজন?
                মন্ত্রণালয়ের সংখ্যা কতো?
গ্রামবাসিরা তাও জানো না?

এনজিওদের সুশীল মানো? কবিতা জানো?
কতো তোমাদের জানাজানির
        শতকরা হার?
            রকম বাহার!

না-এখনো ভাবছ শুধু
        শীতমন্ত্রী
            গ্রীষ্মমন্ত্রী
                বর্ষামন্ত্রীর সমন্বয়ে
                    গঠিত হবে বিকল্প সরকার?

No comments:

Post a Comment