Friday, August 21, 2009

আত্মজিজ্ঞাসা

দুপুরে, বনের মধ্যে আগুন জ্বলে। দেখলাম
মানুষের অনেক কথাই পুড়ে পুড়ে ছাই হয়ে যায়।

দমকল যথারীতি ব্যর্থ। কাকে বলে দাবানল?
ধর্মসংক্রান্ত প্রেম জটিলতা নিয়ে
এক হিন্দুমেয়ের মাটিচাপা দেখলাম
        শ্মশানের পাশে;
বলা যায়, পর্দার বাইরেই দহন ছবিটি দেখলাম।

সারাদিন, রোদ্দুর অভিনীত ঝাঁ ঝাঁ অপেরায়
            অন্তরঙ্গ মাখামাখি হলো;
ইতিমধ্যে বিতর্কিত- দ্য ফায়ার বাই মীরা নায়ার!
ইতিমধ্যেই মরুভূমি আরেকটু বিস্তারিত হলো;
        নদীহীনতার নিবিড় কারণে-
আমি বহ্নিবিশারদ হয়ে গেলাম!

তবে কি আমি পিঁপীলিকাদের সঙ্গে
            পাখাপ্রাপ্ত হচ্ছি?
না-ফিনিক্সের উপর পিএইচডি করছি?

No comments:

Post a Comment