Sunday, August 23, 2009

আউটডোর থেকে

মোস্তফা সরয়ার ফারুকী; উধাও হতেই বাকি আছে
বিষণ্নপ্রধান ওই চরিত্র, ওই আমাদের
    মিডলক্লাস অভিনেত্রী, নায়িকা নায়িকা। ওকে
অপলক দেখে নেওয়া যায়

যেমন এই মুহূর্তে, অভিনেত্রীটা এক সদ্যমৃত বুলবুলির ঠোঁটে
নেইলপালিশ করা আঙুল বুলিয়ে দিচ্ছে...

আর তুমি নির্দেশক, তোমার নির্দেশ পেয়েই
            ভোরবেলা
নির্দোষ পাখি কিনে হত্যা করা হলো?

চিত্রনাট্যে আমি এমনকি লিখেছিলাম?

No comments:

Post a Comment