Thursday, August 27, 2009

হাওয়াই আলাপ

‘হাওয়াই হচ্ছে রিয়েলিটি, বুঝলেন?
এই যে বাসের মধ্যে, এত হাওয়া ঢুকে পড়ছে,
স্বয়ং রবীন্দ্রনাথও বারবার হাওয়ার কথা বলেছেন-
        পাগলা হাওয়া, মন্দ মধুর...’

পাশের লোক বললেন; আলগোছে বললেন,
বললেন- ‘আচ্ছা, হাওয়া হতে গেলে কি কি লাগবে?
    হাওয়াদের মধ্যে বিখ্যাত কারও নাম...?’

‘আরে প্রশ্ন রাখেন। শোনেন, এটা এখন ওপেনসিক্রেট যে-

রাজনীতি শেয়ারবাজার বিশষ্ক তরুণীরা ব্রা থেকে শুরু করে
রাষ্ট্রীয় গোপন সিদ্ধান্তের মধ্যেও হাওয়া ঢুকে পড়ছে,
যে কোনও মুহূর্তেই বোশেখ নামিয়ে দেবে-
একবার ভাবুন তো, কী হবে?’

‘আপনার কথা শুনে মনে হচ্ছে, আপনি কট্টর হাওয়াপন্থী?
তা হাওয়াদের সঙ্গে আপনার আঁতাত কবে থেকে?’

‘না-না, কি যে বলেন?’

‘তবে হ্যাঁ, মশারির ভেতর হাওয়া ঢুকে পড়েছিল-
এই কবিতাটি আমি পড়েছি, যদিও মীমাংসা পাইনি,
আপনি জানেন, এর মর্মার্থ কি?

‘শোনেন, প্রশ্ন বাড়ালে প্রশ্নই বাড়ে, তার চেয়ে বোঝেন-
হাওয়াদের সর্বশেষ অবস্থা... এখন ওরা
বঙ্গভবন, গণভবন, অধিবেশন চলাকালীন সংসদভবন
এমনকি চিফ অফ স্টাফ কিংবা রাষ্ট্রপতির অনুমতি ছাড়াই নবম ডিভিশনের
ট্যাঙ্কের মধ্যে ঢুকে পড়ছে; জানেন
হাওয়া হতে গিয়ে অনেকেই আর ফিরে আসেনি!
হাওয়াদের ইতিহাসও বড় বেহিসেবি, মর্মান্তিক!
সত্যি করে বললে, দিনতারিখের উল্লেখও নেই
        কখন কিভাবে কোত্থেকে তাদের
            যাত্রা শুরু হয়েছিল?

সিটি সার্ভিসের বিআরটিসি থামল। একজন নেমে গেলেন
                হাওয়ার মধ্যে।
অন্যরাও নেমে যাবেন, হাওয়ার মধ্যে।

আবার কি দেখা হবে, হাওয়ার মধ্যে?
আবার কি কথা হবে, হাওয়ার মধ্যে?

No comments:

Post a Comment