পদ্যের সন্ধানে গিয়ে, ফিরে এলো এই লঘুকাল! একে বলে, ভয়ানক ভাবসংকট। কিন্তু বনের বাঘের দিকে লেলিয়ে দেয়া আমার শরীর, শারীরিক ভাষা-উপভাষা ভুলে, মহান থাবার নিচে শিখে নিচ্ছে চাপা আবিষ্কার
কত কী আবিষ্কারের গল্প ছড়িয়ে আছে, বিভিন্ন দেশে
শেষে, আমাকেই লিখতে হলো সাধুগান। ভাবনা বলে, গানের মধ্যেই ঘুমোয় সম্প্রদান। আমি সম্প্রদান লিখে, তাকে পদ্য বলব কোন মুখে? বলব, হাওয়া। গ্রামের দিকের চৈত্রতলায় হঠাৎ ঝিলের পালিয়ে আসা একপাল হাওয়া। আমি হাওয়া-আবিষ্কার শিখে ফেলি। যার যা লাগবে, অঙ্গে অঙ্গে মেখে নে-
দেখে নে হাওয়ার মধ্যে কোনও বাক্যচাপ আছে কিনা?
আছে! এখনও বনজঙ্গল আছে। জঙ্গলে বাঘও আছে। বাঘের গায়ে ডোরাকাটা দাগও আছে... বা এভাবে লিখতে গেলে লিখতে হবে ভাবসংকটের যুগে ইয়াং সোসাইটির অবক্ষয়, ঢিলিমিলি মহাদেশ অর্থাৎ এই অঞ্চলের বাঘের থাবায় ড্রাগও আছে। এদিকে ড্রাগ আবিষ্কারের ফলে, বিষণ্নসংস্কৃতির প্রভাব বাড়ছে, এর ভেতরে কেউ কেউ বলছে গোখরা বিষয়ে... ছিল, সে এক রাধাবরী সর্পিণী ছিল!
শহর থেকে গ্রামে গিয়ে, গ্রামে একটি গোখরা দেখেই, দর্শনং তুরীয়ং জ্বালা বিষময়ী, তুমি মিতালী আপা, তুমি আমাদের দু ক্লাস উপরে পড়তে...
তুমি কত এঁকেবেঁকে যাও- আমি আবিষ্কার করি আঁকাবাঁকা
আবিষ্কার করি খা খা, ভুবনঅখ্যাত খা খা’র মধ্যেও হাওয়া এসে লাগে। হাওয়ারা সব্বাই তরুণী, ঝিলের দিকেই সমিতি করে থাকে, ছিটেফোঁটা কবিতাও ধরে রাখে?
কিন্তু আমি চেয়েছিলাম পদ্যের লাগাম। তাই আবাসিক এলাকার বারান্দায় এল বাঘ! তাই জঙ্গল তাই সর্পিণী আপা, দু’ক্লাস উপরের আঁকাবাঁকা... আপটার অল নিদারুণ পদ্য ছাপলে তিনশ টাকা
কত কী আবিষ্কারের গল্প ছড়িয়ে আছে, বিভিন্ন দেশে
শেষে, আমাকেই লিখতে হলো সাধুগান। ভাবনা বলে, গানের মধ্যেই ঘুমোয় সম্প্রদান। আমি সম্প্রদান লিখে, তাকে পদ্য বলব কোন মুখে? বলব, হাওয়া। গ্রামের দিকের চৈত্রতলায় হঠাৎ ঝিলের পালিয়ে আসা একপাল হাওয়া। আমি হাওয়া-আবিষ্কার শিখে ফেলি। যার যা লাগবে, অঙ্গে অঙ্গে মেখে নে-
দেখে নে হাওয়ার মধ্যে কোনও বাক্যচাপ আছে কিনা?
আছে! এখনও বনজঙ্গল আছে। জঙ্গলে বাঘও আছে। বাঘের গায়ে ডোরাকাটা দাগও আছে... বা এভাবে লিখতে গেলে লিখতে হবে ভাবসংকটের যুগে ইয়াং সোসাইটির অবক্ষয়, ঢিলিমিলি মহাদেশ অর্থাৎ এই অঞ্চলের বাঘের থাবায় ড্রাগও আছে। এদিকে ড্রাগ আবিষ্কারের ফলে, বিষণ্নসংস্কৃতির প্রভাব বাড়ছে, এর ভেতরে কেউ কেউ বলছে গোখরা বিষয়ে... ছিল, সে এক রাধাবরী সর্পিণী ছিল!
শহর থেকে গ্রামে গিয়ে, গ্রামে একটি গোখরা দেখেই, দর্শনং তুরীয়ং জ্বালা বিষময়ী, তুমি মিতালী আপা, তুমি আমাদের দু ক্লাস উপরে পড়তে...
তুমি কত এঁকেবেঁকে যাও- আমি আবিষ্কার করি আঁকাবাঁকা
আবিষ্কার করি খা খা, ভুবনঅখ্যাত খা খা’র মধ্যেও হাওয়া এসে লাগে। হাওয়ারা সব্বাই তরুণী, ঝিলের দিকেই সমিতি করে থাকে, ছিটেফোঁটা কবিতাও ধরে রাখে?
কিন্তু আমি চেয়েছিলাম পদ্যের লাগাম। তাই আবাসিক এলাকার বারান্দায় এল বাঘ! তাই জঙ্গল তাই সর্পিণী আপা, দু’ক্লাস উপরের আঁকাবাঁকা... আপটার অল নিদারুণ পদ্য ছাপলে তিনশ টাকা
No comments:
Post a Comment