Saturday, August 22, 2009

ব্যাচেলর ছন্দের কবিতা

সে এক ব্যাচেলর ছিল
ছিল কি, আছেই।
তার ভাষ্য, কাঁচাবাজারের মাছে
মরাচোখে ফুঁসলায় তাকে

এই নিয়ে পদ্যকর পদ্য লিখে থাকে।

তো সেই ব্যাচেলর ছেলে
ভাড়া থেকে থেকে যেন ভাড়াটেপ্রায়;
কিন্তু সে অচিরেই জানে
এই দেশে বাস করে উঁকিসম্পদ্রায়

যারা কিনা ঝুঁকিহীন ঝাঁপ ভালোবাসে
তাদের যে কোনও গলি, মসজিদের পাশে...
তারা উঁকি দিয়ে থাকে
        তারা ঠোঁটে খবর মাখে

বলো বলো পদ্যকর, পদ্য আজ কোন দিকে যাবে?
ব্যাচেলর, কাঁচাবাজারের মাছ, মরাচোখ, মসজিদ,
            উঁকিঝুঁকি দেখে
তার মধ্যে পদ্য লিখে কি আর তুমি পাবে?

No comments:

Post a Comment