বুঝেছি- এই চিরদিনের ভাব তথা চিরকালের পথ- পথ চলে যায়
পথের ভ্রমণচিত্র এবড়ো-থেবড়ো দর্শন শেখায়! আর
হাঁটতে হাঁটতে, আমরা কত জ্ঞান সঞ্চয় করি
তবু রহস্য ফুরোয় না। পথ কি প্রব্রজ্যার, প্রজননশীল নয়?
এদিকে সন্ধ্যার দিকে যে পথ মিলিয়ে গেছে, সূর্যাস্তময়
এক অভিব্যক্তি নিয়ে, তার সংকেত আমি ভুলিনি এখনও।
ব্যর্থতা, তুমি তো জানই আমার সাফল্যের শৈলী, প্রকরণও
অভাগা রাত্রির পাশে ঝরে মরে পড়েছিল তারামাছ
আমার নোনতা চোখে, ঢুকে পড়ে ডুবোজাহাজ
কিন্তু আমার কোনও প্রস্তুতি ছিল না; দূরে
আমারই পাঠানো চিঠি, তারা মেঘ, তারা উড়ে উড়ে
যায়... আমি দক্ষিণে পাঠাই কিন্তু তারা উত্তরেই ঘুরে ঘুরে যায়
দেখেছি- এই-ই হয়ে থাকে যেন এমনই হয়ে থাকা চিরদিন;
যত শিল্প-বাণিজ্য-কাব্য, নিত্যানন্দ ভাবনাজলে
ডুবোজাহাজ, সাবমেরিন-
যেন যুদ্ধ বাঁধছে! একএকটি শরীরের পরম প্রতিপক্ষ
অন্য এক রণফল্গু শরীর।
ফলে, প্রণয়ে সঙ্গমকালেও, চূড়ান্তনে
জয়ের বাসনা মনে
আমরাই চিরকাল ভালোবাসা করি
পথের ভ্রমণচিত্র এবড়ো-থেবড়ো দর্শন শেখায়! আর
হাঁটতে হাঁটতে, আমরা কত জ্ঞান সঞ্চয় করি
তবু রহস্য ফুরোয় না। পথ কি প্রব্রজ্যার, প্রজননশীল নয়?
এদিকে সন্ধ্যার দিকে যে পথ মিলিয়ে গেছে, সূর্যাস্তময়
এক অভিব্যক্তি নিয়ে, তার সংকেত আমি ভুলিনি এখনও।
ব্যর্থতা, তুমি তো জানই আমার সাফল্যের শৈলী, প্রকরণও
অভাগা রাত্রির পাশে ঝরে মরে পড়েছিল তারামাছ
আমার নোনতা চোখে, ঢুকে পড়ে ডুবোজাহাজ
কিন্তু আমার কোনও প্রস্তুতি ছিল না; দূরে
আমারই পাঠানো চিঠি, তারা মেঘ, তারা উড়ে উড়ে
যায়... আমি দক্ষিণে পাঠাই কিন্তু তারা উত্তরেই ঘুরে ঘুরে যায়
দেখেছি- এই-ই হয়ে থাকে যেন এমনই হয়ে থাকা চিরদিন;
যত শিল্প-বাণিজ্য-কাব্য, নিত্যানন্দ ভাবনাজলে
ডুবোজাহাজ, সাবমেরিন-
যেন যুদ্ধ বাঁধছে! একএকটি শরীরের পরম প্রতিপক্ষ
অন্য এক রণফল্গু শরীর।
ফলে, প্রণয়ে সঙ্গমকালেও, চূড়ান্তনে
জয়ের বাসনা মনে
আমরাই চিরকাল ভালোবাসা করি
No comments:
Post a Comment