শিল্পী নঈম হারুন শ্রদ্ধাভাজনেষু
বিড়াল যদি উড়ে যায়, আমরা কি খেয়ে বাঁচপো?
খিদেও যদি কেটে পড়ে, আমরা আগুন, নাচপো।
সাধারণত বিড়াল খাওয়া নিষেধ, কিন্তু খাচ্ছি।
বিড়ালের তো উড়ালের কথা না, কিন্তু সে উড়তেছে
দেখতে পাচ্ছি।
এতদসঙ্গে দেখা যাচ্ছে- স্বাধীনতা নিতে নিতে স্বেচ্ছাচারী
এক সভাপতি (মধ্যাহ্ন সংরক্ষণ কমিটির) সেই কি এই
পার্কের দুপুরে বসে
বিড়াল ওড়াচ্ছে, পাতা পোড়াচ্ছে? ভাবনার দোষে
সিনেমায় দেখা ঘোড়ার সঙ্গে পাল্লা দিয়ে সেও দৌড়াচ্ছে?
এদিকে, বাঙলা কবিতা কিছু পাক বা না-পাক
কবিরা কিন্তু দশক পাচ্ছে!
আমাদের কী নাম?
15 years ago
No comments:
Post a Comment