মধ্যে মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে স্থল ও আকাশ।
আমার মাথা আরও মনোযোগী হচ্ছে, ফলে
বুঝতে পারছি আদিগন্ত ঝিম কাকে বলে?
এরই মধ্যে পিপাসারা হাওয়া পেয়ে
দীর্ঘ তরুর তলে
দীর্ঘতম হলে
দেখেছি- ধনেশ পাখির ঠোঁটে
যথামৃত পিপাসারা
তথামৃত কবিতা হয়ে ওঠে;
ফের ভাবি, কবিতায়ও কি হান্ড্রেডপার্সেন্ট
অভিপ্রায়টা ফোটে?
আমি কি নিক্ষিপ্ত নই- ধনেশ পাখির ঠোঁটে?
আমার মাথা আরও মনোযোগী হচ্ছে, ফলে
বুঝতে পারছি আদিগন্ত ঝিম কাকে বলে?
এরই মধ্যে পিপাসারা হাওয়া পেয়ে
দীর্ঘ তরুর তলে
দীর্ঘতম হলে
দেখেছি- ধনেশ পাখির ঠোঁটে
যথামৃত পিপাসারা
তথামৃত কবিতা হয়ে ওঠে;
ফের ভাবি, কবিতায়ও কি হান্ড্রেডপার্সেন্ট
অভিপ্রায়টা ফোটে?
আমি কি নিক্ষিপ্ত নই- ধনেশ পাখির ঠোঁটে?
No comments:
Post a Comment