Tuesday, August 18, 2009

বাউলিমারা

মামুন, নিপন, সাজ্জু, বাদল, আজাদ ভাইসহ পৃথিবীর সকল তৃণভোজীদের উদ্দেশ্য
রাখিলেন সাঁই কূপজল করে
আসরে আসরে

আমি বকশিকারিই হতে গিয়ে
অমৃত মেঘের জলে
মৎস্য হয়ে গেছি!
আমার কানকো-ফোলা কৌতূহল
বন্ধুরা লুটিয়ে দেখেছে। আমিও
মহিলা বাউল দেখে, ‘লুটোপুটি’ হয়ে গেছি

শাদা শাড়িপাড়-ঝিলে, সিদ্ধিলগ্নে, মৃগয়ার মহিলা বাউলকে
কাব্যমতে এত বক বক লাগছিলো!!
এতেই ক্লিয়ার হয়, কেন আমি শিকারিই হতে চেয়েছি?
কিন্তু হয়ে গেলাম পুঁটি-
মাই নেম ইজ পুঁটিমাছ

পুঁটিকে, বকই হয়ত খাবে।
ভেতরে ভেতরে
আমি বুদবুদ (বুদবুদ মাছের নিঃশ্বাস)

মাছের আকাশও
রাখিলেন সাঁই খুব জল করে?

No comments:

Post a Comment